নিত্য প্রয়োজনীয় কয়েকটি ইসলামী মোবাইল এপস

কয়েকটি ইসলামিক অ্যাপ
কয়েকটি ইসলামিক অ্যাপ 

মাকতাবায়ে শামেলা : আলেমসমাজের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। যা দিয়ে আপনি একটি বিশাল লাইব্রেরি পকেটে নিয়ে হাঁটতে পারেন এবং তা যেকোনো সময় অফলাইনেও পড়া যায়। পাঁচ হাজারেরও বেশি কিতাবসংবলিত এই অ্যাপেতে রয়েছে আকায়িদ, তাফসির, হাদিস, ফিকহ ও ইসলামী আইন, ফাতওয়া, তাজবিদ, কেরাত, রাসুল (সা.)-এর জীবনী, ইতিহাস, রাজনীতি, ইসলামী বিচারব্যবস্থা, আরবি ভাষাবিজ্ঞান, অভিধান, আরবি ব্যাকরণ, সাহিত্য, দেশ ও শহর পরিচিতি, দাওয়াত ও মুসলমানদের অবস্থা, বিভিন্ন মতবাদ নিয়ে তুলনামূলক পর্যালোচনাসহ আরো অনেক বইয়ের সমাহার।

এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে মুহূর্তের মধ্যে আপনি যেকোনো আয়াত, হাদিস, ফিকহি মাসয়ালা, ইতিহাস অথবা উপরোল্লিখিত যেকোনো বিষয় খুঁজে বের করতে পারবেন। কোরআনের যেকোনো আয়াত নিয়ে কোন তাফসিরে কী লিখেছে বা হাদিসের ব্যাখ্যা কোন কিতাবে কিভাবে করা হয়েছে, তা অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন। যাঁরা বিভিন্ন গবেষণাকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ।

যেভাবে ডাউনলোড করবেন : অ্যাপটি কিতাবসহ প্রায় ১২ জিবি হওয়ায় প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করা সম্ভব হয় না। তবে প্লে-স্টোর থেকে সেটআপ ফাইলটি ডাউনলোড করে পরবর্তী সময় অ্যাপের  ভেতর একটি অপশনে গিয়ে সব কিতাব ডাউনলোড করা যায়। এ ছাড়া অন্য কারো মোবাইল বা পিসিতে (যদি মোবাইল ভার্সনের বইগুলো বেকআপ থাকে) সেখান থেকে ইনস্টল করা যায়। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এই টিউটরিয়াল দেখে নিতে পারেন।  ইউটিউব লিংক  প্লে-স্টোর লিংক 

দলিলসহ নামাজের মাসায়েল : এটিও প্রতিটি মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যাপ। নামাজের যেসব মাসয়ালা নিয়ে বর্তমানে কিছু লোক বিভ্রান্তি ছড়াচ্ছে, এই বইয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সেই মাসয়ালাগুলো পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাপ বানানো হয়েছে দুই যুগ ধরে হাদিসশাস্ত্রে সফলভাবে খেদমত করে আসা মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন (দা. বা.)-এর দলিলসহ নামাজের মাসায়েল বই অবলম্বনে। ঝকঝকে বাংলায় বানানো এই অ্যাপ যে কারো নজর কাড়বে। এটি যুক্ত করা হয়েছে এপিকে শেয়ার বাটন, তাই চাইলে এই অ্যাপ সহজে কারো সঙ্গে শেয়ার করা যাবে। তা থেকে অংশবিশেষ লেখা কপি করেও নেওয়া যায়।

যেভাবে ডাউনলোড করবেন : অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করতে পারেন দলিলসহ নামাজের মাসায়েল লিখে অথবা এই লিংকে ক্লিক করে। 

মাজহাব বোঝার সরল পথ : এটি মাজহাবের ওপর উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরে পবিত্র কোরআন-হাদিসের আলোকে নির্মিত একটি দলিলভিত্তিক অ্যাপ। যাতে রয়েছে দৃষ্টিনন্দন ইউজার ইন্টারপ্রেস, ঝকঝকে বাংলা পড়ার ব্যবস্থা। যেকোনো মাসয়ালা বা দলিল কপি করে শেয়ারের সুবিধা। ব্যবহারকারীদের সুবিধার্থে এতে যুক্ত করা হয়েছে মতামত প্রদান ও এপিকে ফাইল শেয়ার করার সুবিধা। ডাউনলোড লিংক 

নবীজি (সা.)-এর দোয়া ও জিকির : এতে শুধু মারফুঅর্থাৎ রাসুল (সা.) থেকে বর্ণিত দোয়াগুলো সংকলন করা হয়েছে। হিসনুল মুসলিম ও তার অনুবাদসহ দোয়ার আরো অনেক বইয়ে মারফু দোয়ার পাশাপাশি সাহাবায়ে কেরাম ও তাবিয়িদের দোয়াও স্থান পেয়েছে। ডেভেলপারদের দাবি মতে, এতে শুধু এমন সব দোয়াই সংকলিত হয়েছে, যা সনদের বিচারে সহিহ বা হাসান পর্যায়ের। আমলযোগ্য নয়, এমন কোনো দুর্বল সূত্রের দোয়া এতে আনা হয়নি। প্রতিটি দোয়া প্রথমে হরকতসহ আরবিতে উল্লেখ করা হয়েছে। এরপর তার সাবলীল ও পরিচ্ছন্ন বাংলা অনুবাদ করা হয়েছে। যাতে আরবি ভাষা সম্পর্কে অনবগত বাংলাভাষী মুসলিমরাও এর মর্ম অনুধাবন করতে সক্ষম হন।

উল্লেখ্য, এ সংস্করণে দোয়ার উচ্চারণ যোগ করা হয়নি। পরবর্তী সংস্করণে যোগ করা হবে।

ডাউনলোড লিংক

সালাত টাইম (Salat Time) : নামাজের সময়সূচি নিয়ে নির্মিত একটি অ্যাপ। এতে পাওয়া যাবে জেলাভিত্তিক সময়ের পার্থক্যসহ সারা বছরের নামাজের সময়সূচি। এ ছাড়া নামাজ শিক্ষায় আনা হয়েছে পুরুষ-মহিলার নামাজের পার্থক্য, অজু, আজান, মসজিদ, সুরা, বিশেষ নামাজ, ইসতিনজা, গোসল, তায়াম্মুম, নামাজের ফরজ-ওয়াজিব ইত্যাদি। এ ছাড়া ওয়াক্ত-জামাতের সময় হিসেবে অ্যালার্ম  সেট করার ব্যবস্থা রয়েছে। আরো আছে ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে আরবি বা হিজরি তারিখ বের করার সুবিধা। অপরিচিত জায়গায় ভ্রমণ করতে কাছাকাছি মসজিদ অনুসন্ধানের কাজটিও করা যাবে এই অ্যাপ ব্যবহার করে। ডাউনলোড লিংক 

Collected From কালেরকণ্ঠ