Showing posts with label Darsul Quran. Show all posts
Showing posts with label Darsul Quran. Show all posts

দারসূল কুরআন

 

দারসূল কুরআন Darsul Quran
দারসূল কুরআন

১। দারসুল কুরআন | সূরা বাকারা, আয়াত ১-৫

২। দারসুল কুরআন | সূরা বাক্বারা, আয়াত ১১-১৬



প্রয়োজনে আমাকে মেসেজ দিন 

Abubokar Abubokar

আল কুরআনের ১০০ টি মোটিভেশন | 100 motivations of Al Quran | মুহাঃ আবুবকর ছিদ্দিক

100 motivations of Al Quran,  আল কুরআনের ১০০ টি মোটিভেশন
আল কুরআনের ১০০ টি মোটিভেশন

পবিত্র কোরআনুল কারিম মানবজাতির সর্বাঙ্গীণ কল্যাণ ও মুক্তির দিশারি বা পথপ্রদর্শক। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা ওহীর মাধ্যমে- সর্বকালের, সর্বদেশের, সর্বলোকের জীবনবিধান ও মুক্তির সনদ হিসেবে কোরআনকে নাজিল করেছেন। তো চলুন মানবজাতির জীবনবিধান ও মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারিমের আদেশ নিষেধ বিষয়ক ১০০টি (মোটিভেশন) নির্দেশনা আজ আমরা জেনে নিই-

০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩:১৫৯)

০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩:১৩৪)

০৩. অন্যের সঙ্গে ভালো ব্যবহার করুন। (০৪:৩৬)

০৪. অহংকার করবেন না। (০৭:১৩)

দারসুল কুরআন, সূরা বাক্বারা, আয়াত ১১-১৬

দারসুল কুরআন, সূরা বাক্বারা, ১১-১৬
দারসুল কুরআন, সূরা বাক্বারা, ১১-১৬

وَاِذَا قِیۡلَ لَہُمۡ لَا تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ ۙ قَالُوۡۤا اِنَّمَا نَحۡنُ مُصۡلِحُوۡنَ

اَلَاۤ اِنَّہُمۡ ہُمُ الۡمُفۡسِدُوۡنَ وَلٰکِنۡ لَّا یَشۡعُرُوۡنَ

وَاِذَا قِیۡلَ لَہُمۡ اٰمِنُوۡا کَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوۡۤا اَنُؤۡمِنُ کَمَاۤ اٰمَنَ السُّفَہَآءُ ؕ اَلَاۤ اِنَّہُمۡ ہُمُ السُّفَہَآءُ وَلٰکِنۡ لَّا یَعۡلَمُوۡنَ

وَاِذَا لَقُوا الَّذِیۡنَ اٰمَنُوۡا قَالُوۡۤا اٰمَنَّا ۚۖ وَاِذَا خَلَوۡا اِلٰی شَیٰطِیۡنِہِمۡ ۙ قَالُوۡۤا اِنَّا مَعَکُمۡ ۙ اِنَّمَا نَحۡنُ مُسۡتَہۡزِءُوۡنَ

اَللّٰہُ یَسۡتَہۡزِئُ بِہِمۡ وَیَمُدُّہُمۡ فِیۡ طُغۡیَانِہِمۡ یَعۡمَہُوۡنَ

اُولٰٓئِکَ الَّذِیۡنَ اشۡتَرَوُا الضَّلٰلَۃَ بِالۡہُدٰی ۪ فَمَا رَبِحَتۡ تِّجَارَتُہُمۡ وَمَا کَانُوۡا مُہۡتَدِیۡنَ

সরল অনুবাদ

(১১) আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি।

দারসুল কুরআন | সূরা বাকারা ১-৫

দারসুল কুরআন

সূরা বাকারা ১-৫

 

দারসুল কুরআন সূরা বাকাদারসুল কুরআন সূরা বাকারা, আয়াত ১-৫রা ১-৫

দারসুল কুরআন

সূরা বাকারা, আয়াত ১-৫

الٓـمّٓ ۚ

ذٰلِکَ الۡکِتٰبُ لَا رَیۡبَ ۚ  فِیۡہِ ۚ  ہُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ

الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِالۡغَیۡبِ وَیُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ۙ

وَالَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ وَمَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِکَ ۚ  وَبِالۡاٰخِرَۃِ ہُمۡ یُوۡقِنُوۡنَ ؕ

اُولٰٓئِکَ عَلٰی ہُدًی مِّنۡ رَّبِّہِمۡ ٭ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ

সরল অনুবাদ

আলিফ লাম মীম। (১)

এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য, (২)

যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে। (৩)

এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। (৪)

তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম। (৫)