আগোছালো কম্পিউটারে ফাইল খোজা

বন্ধুরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো তা হল। অনেকে কম্পিউটারে Folder এর মাঝে Text, Audio, Video, ইত্যাদি বিভিন্ন ফরমেটের ফাইলগুলূ সাজিয়ে রাখে না।
সেসব কম্পিউটারে কাজ করতে গেলে কোন ফাইলে একবার কাজ করলে পরে অনেক সময় সে ফাইলটা আর খুজে পাওয়া যায় না। আবার অনেকে অফিসে Networking করা কম্পিউটার গুলেতে খুজতে একটি ফাইল পাওয়ার পর Page থেকে বের হয়ে গেলে পরে সেই ফাইল খুজে পেতে অনেক কষ্ট হয়। কিন্তু যদি আমরা সামান্য একটা কাজ করি তবে যত ফোল্ডারই হোক Networking করা কম্পিউটারে ও ফাইল খুজে বের করতে কোন জামেলাই হবে না। তার জন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে তা হল যে ফোল্ডার এ আমার কাক্ষিত ফাইলটি আছে সেখানে পেজ এর উপরে Address Bar এর মধ্যে দেখা যাবে একটা Link দেওয়া আছে। Page টা Cancel করার আগে Address Bar এর Link টা copy করে MS Word বা Note Pad সেভ করে রেখে দিব। Page টা Cancel করে বের হয়ে পরবর্তীতে My Computer Open করে Address Bar Link Past করে Enter দিন...। 
আজ এখানেই। আল্লাহ হাফেজ...

এইচ এম আবুবকর ছিদ্দিক

আরো পড়ুন,

ব্লগার সাইটে কিভাবে সোলাইমানলিপি (SolaimanLipi) ফন্ট ইনষ্টল করবেন?

গুগল সার্চের কিছু স্মার্ট টেকনিক | Some smart techniques of Google search

মানুষের ব্রেইন হ্যাক করে ব্রেইনের নিয়ন্ত্রণ নিলহ্যাকার গ্রুপ

ইন্টারনেট জগতের জনপ্রিয় কিছু আবিস্কার