ঘরে বসেই GPF ব্যালেন্স চেক করুন |
সাধারণত জিপিএফ (GPF) ব্যালেন্স জানতে জুন মাসের পর জুলাই মাসে জিপিএফ স্লিপ হিসাব রক্ষণ অফিস হতে সংগ্রহ করে ব্যালেন্স জানতে হয়। জিপিএফ হিসাব সরকারি কর্মচারীদের এনালগ ছিল কিন্তু বর্তমানে (iBAS++) ইএফটি চালু হওয়ার পর এটি পেনশন এন্ড ম্যানেজমেন্ট শাখায় চলে গেছে। জিপিএফ ব্যালেন্স আপনি এখন আপনার ঘরে বসেই চেক করে নিতে পারেন।
১) আপনার কম্পিউটার বা মোবাইল থেকে নিচের ওয়েব সাইটটি ভিজিট করুন www.cafopfm.gov.bd এমন একটি পেজ আসবে
চিত্রে দেখুন |
২) তিনটি অপশনের মধ্যে GPF
Information (জিপিএফ ইনফর্মেশন) এ ক্লিক করুন।
একটি ডায়ালগ বক্স আসলে সেখানে আপনার NID (এনআইডি) নম্বর Mobile (মোবাইল) নম্বর এবং
অর্থবছর সিলেক্ট করে Submit (সাবমিট) বাটনে ক্লিক করুন।
(আপনার এনআইডি টি যদি ১৩ ডিজিটের হয়ে থাকে তাহলে এনআইডি এর পূর্বে আপনার জন্ম সাল উল্লেখ করুন। আপনি আইবাস ++ এ রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন অবশ্যই সে নাম্বারটি দিতে হবে। অন্য নাম্বার দিলে ম্যাচ করবে না।)
চিত্রে দেখুন |
৩) Submit (সাবমিট) বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি
( OTP = One Time Password) যাবে সেটি এই ধাপে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
চিত্রে দেখুন |
আপনি চাইলে Print অপশন সিলেক্ট করে প্রিন্ট করে নিতে পারেন।
চিত্রে দেখুন |
বিশেষ দ্রষ্টব্য আপনি যে যে মাস থেকে iBAS++ (আইবাস ++) এর মাধ্যমে বেতন পাচ্ছেন সেই মাস থেকেই জিপিএফ ফান্ডের হিসাব এখানে পাওয়া যাবে। ibas++ বেতন আসার আগের হিসাব এখনো আপডেট করা হয়নি। সার্ভার পুরোপুরি আপডেট হয়ে গেলে আশা করি আপনার পুরো চাকরিজীবনের জিপিএফ ফান্ডের হিসাব এখান থেকেই সহজে পেয়ে যাবেন।