কয়েকটি ইসলামিক অ্যাপ |
মাকতাবায়ে শামেলা : আলেমসমাজের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। যা দিয়ে আপনি একটি বিশাল লাইব্রেরি পকেটে নিয়ে হাঁটতে পারেন এবং তা যেকোনো সময় অফলাইনেও পড়া যায়। পাঁচ হাজারেরও বেশি কিতাবসংবলিত এই অ্যাপেতে রয়েছে আকায়িদ, তাফসির, হাদিস, ফিকহ ও ইসলামী আইন, ফাতওয়া, তাজবিদ, কেরাত, রাসুল (সা.)-এর জীবনী, ইতিহাস, রাজনীতি, ইসলামী বিচারব্যবস্থা, আরবি ভাষাবিজ্ঞান, অভিধান, আরবি ব্যাকরণ, সাহিত্য, দেশ ও শহর পরিচিতি, দাওয়াত ও মুসলমানদের অবস্থা, বিভিন্ন মতবাদ নিয়ে তুলনামূলক পর্যালোচনাসহ আরো অনেক বইয়ের সমাহার।