জুমুয়ার দ্বিতীয় খুতবা (২) আরবী, বাংলা অনুবাদ এবং পিডিএফ ডাউনলোড লিংক সহ
![]() |
| জুমুয়ার দ্বিতীয় খুতবা |
জুমুয়ার দ্বিতীয় খুতবা (আরবী
+ বাংলা অনুবাদ + পিডিএফ ডাউনলোড লিংক)
আরবী
إِنَّ الْحَمْدَ لِلّٰهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ - خُصُوصًا مِنْهُمْ عَلَى الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ، وَعَلَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، وَعَلَى سَائِرِ الْأَنْصَارِ وَالْمُهَاجِرِينَ وَالتَّابِعِينَ، وَمَنْ تَبِعَهُمْ إِلَى يَوْمِ الدِّينِ، رِضْوَانُ اللَّهِ تَعَالَى عَلَيْهِمْ أَجْمَعِينَ - يٰۤاَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا - يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللهَ وَرَسُولَه فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا - اللّهُمّ انصُر مَن نَصَرَ دِينَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجْعَلْنَا مِنهُمْ، وَاخْذُلْ مَن خَذَلَ دِينَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا تَجْعَلْنَا مِنهُمْ - اللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ وَالْمُسْلِمِينَ، اللَّهُمَّ اجْعَلْ بَلَدَنَا بَنْغْلَادِيشَ، وَسَائِرَ بِلَادِ الْمُسْلِمِينَ آمِنَةً وَمُطْمَئِنَّةً، وَاجْعَلْ أَئِمَّةَ الْمُسْلِمِينَ فِيمَنْ خَافَكَ وَأَحَبَّ رُسُلَكَ، اللَّهُمَّ انْصُرْ وَارْحَمْ لِعَسَاكِرِ بَنْغْلَادِيشَ، وَحَفِظْهُمْ مِنْ كُلِّ شِدَّةٍ وَمُصِيبَةٍ - رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّقِنَا عَذَابَ النَّارِ - رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا ؕ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ - وَتُبۡ عَلَیۡنَا ۚ اِنَّکَ اَنۡتَ التَّوَّابُ الرَّحِیۡمُ - اذْكُرِ اللّٰهَ بُكْرَةً وَأَصِيلًا، إِنَّ ذِكْرَ اللّٰهِ تَعَالَى أَعْلَى وَأَعْظَمُ وَأَكْبَرُ۔
অনুবাদ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমরা একমাত্র তাঁরই প্রশংসা করি, তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি, তাঁর কাছেই ক্ষমাপ্রার্থনা করি, তাঁর উপরেই ঈমান আনয়ন করি এবং তাঁর উপরেই ভরসা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, তিনি এক তাঁর কোন অংশীদার নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। সালাত ও সালাম নবী ও রাসুলগণের সর্বশ্রেষ্ঠের প্রতি, তার পরিবার ও সকল সাহাবীর প্রতি। বিশেষ করে তাদের মধ্য হতে খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওসমান এবং আলী এর প্রতি, মুমিনগণের মাতা, সকল আনসার, মুহাজির এবং তাদের অনুগামীদের প্রতিও সালাত ও সালাম। আল্লাহ তাআলা সকলের প্রতি সন্তুষ্ট হোন। হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই এক মহাসাফল্য অর্জন করল। (সূরা আল আহযাব ৩৩:৭০-৭১) হে আল্লাহ, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর দ্বীনের সাহায্য করেন আপনি তাদের সাহায্য করুন এবং আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আর যারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর দ্বীনকে অপমান করে আপনি তাদের অপমান করুন এবং আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করবেন না। হে আল্লাহ! আপনি ইসলাম এবং মুসলমানদেরকে সম্মান দান করুন, হে আল্লাহ! আপনি আমাদের বাংলাদেশকে এবং সকল মুসলিম দেশকে নিরাপদ ও শান্তিময় রাখুন। এবং যারা আপনাকে ভয় করে এবং আপনার রাসূলকে ভালোবাসে এমন ব্যক্তিদেরকে মুসলমানগণের নেতা বানিয়ে দিন। হে আল্লাহ! বাংলাদেশ সেনাবাহিনী কে সাহায্য ও রহম করুন। এবং তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুন। আখিরাতেও কল্যাণ এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা কর। (আল বাকারা ২:২০১) আমাদের পক্ষ হতে কবুল করুন। নিশ্চয় আপনি এবং কেবল আপনিই সব কিছু শোনেন ও সবকিছু জানেন। (আল বাকারা ২:১২৭) এবং আমাদের তওবা কবুল করে নিন। নিশ্চয়ই আপনি এবং কেবল আপনিই ক্ষমাপ্রবণ (এবং) অতিশয় দয়ার মালিক। (আল বাকারা ২:১২৮) আপনারা সকাল সন্ধ্যা তথা সদা-সর্বদা আল্লাহর জিকির করুন। আল্লাহর জিকির হচ্ছে সুউচ্চ, সুমহান এবং সর্বশ্রেষ্ঠ।
পিডিএফ ডাউনলোড
