পবিত্র মাহে রমজানের
২৪ তম তারাবীতে তেলাওয়াত করা হবে সূরা আয-যারিয়াত এর ৩১ নং আয়াত হতে শেষ পর্যন্ত,
সূরা তুর, সূরা নাজম, সূরা ক্বমার, সূরা আর রহমান, সূরা ওয়াক্বিয়া, সূরা হাদিদ। অর্থাৎ ২৭ তম পারার ১ম পৃষ্ঠা থেকে শেষ
পর্যন্ত। তেলাওয়াতের অংশ থেকে উল্লেখযোগ্য কয়েকটি আয়াত
১। সব
কিছু জোড়ায় সৃষ্টি করা হয়েছে
وَمِنۡ کُلِّ شَیۡءٍ
خَلَقۡنَا زَوۡجَیۡنِ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ
আমি প্রত্যেক বস্তু
জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম
কর। (সূরা আয-যারিয়াত
৫১:৪৯)
২। আল্লাহ
ব্যতীত আর কোন উপাস্য নেই
وَلَا تَجۡعَلُوۡا مَعَ
اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ ؕ اِنِّیۡ لَکُمۡ مِّنۡہُ نَذِیۡرٌ مُّبِیۡنٌ ۚ
তোমরা আল্লাহর সাথে
কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।
(সূরা আয-যারিয়াত
৫১:৫১)
৩। মানুষ
এবং জ্বীন কে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য
وَمَا خَلَقۡتُ الۡجِنَّ
وَالۡاِنۡسَ اِلَّا لِیَعۡبُدُوۡنِ
আমার এবাদত করার
জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। (সূরা আয-যারিয়াত ৫১:৫৬)
৪। আল্লাহ
রিযিকদাতা
اِنَّ اللّٰہَ ہُوَ
الرَّزَّاقُ ذُو الۡقُوَّۃِ الۡمَتِیۡنُ
আল্লাহ তাআলাই তো
জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত। (সূরা আয-যারিয়াত
৫১:৫৮)
৫। মিথ্যারোপকারীদের
জন্য দুর্ভোগ
فَوَیۡلٌ یَّوۡمَئِذٍ
لِّلۡمُکَذِّبِیۡنَ ۙ
সেদিন মিথ্যারোপকারীদের
দুর্ভোগ হবে, (সূরা আত্ব-তুর ৫২:১১)
৬। ক্রীড়াচ্ছলে
মিথ্যা কথা বানানো নিষেধ
الَّذِیۡنَ ہُمۡ فِیۡ خَوۡضٍ
یَّلۡعَبُوۡنَ ۘ
যারা ক্রীড়াচ্ছলে
মিছেমিছি কথা বানায়। (সূরা আত্ব-তুর ৫২:১২)
৭। মুত্তাক্বীরা
থাকবে জান্নাতে
اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ
جَنّٰتٍ وَّنَعِیۡمٍ ۙ
নিশ্চয় খোদাভীরুরা
থাকবে জান্নাতে ও নেয়ামতে। (সূরা আত্ব-তুর ৫২:১৭)
৮। জান্নাতে
ঈমানদার আত্মীয়রা মিলিত হবে
وَالَّذِیۡنَ اٰمَنُوۡا
وَاتَّبَعَتۡہُمۡ ذُرِّیَّتُہُمۡ بِاِیۡمَانٍ اَلۡحَقۡنَا بِہِمۡ ذُرِّیَّتَہُمۡ
وَمَاۤ اَلَتۡنٰہُمۡ مِّنۡ عَمَلِہِمۡ مِّنۡ شَیۡءٍ ؕ کُلُّ امۡرِیًٴۢ بِمَا
کَسَبَ رَہِیۡنٌ
যারা ঈমানদার এবং
যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্রও
হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী। (সূরা আত্ব-তুর ৫২:২১)
৯। কুরআনের
মত আরেকটি গ্রন্থ রচনার চ্যালেঞ্জ
فَلۡیَاۡتُوۡا بِحَدِیۡثٍ
مِّثۡلِہٖۤ اِنۡ کَانُوۡا صٰدِقِیۡنَ ؕ
যদি তারা সত্যবাদী
হয়ে থাকে,
তবেএর অনুরূপ কোন রচনা উপস্থিত করুক। (সূরা আত্ব-তুর ৫২:৩৮)
১০। শেষ
রাতে ইবাদতের নির্দেশ
وَمِنَ الَّیۡلِ فَسَبِّحۡہُ
وَاِدۡبَارَ النُّجُوۡمِ
এবং রাত্রির কিছু
অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তাঁর পবিত্রতা ঘোষণা করুন। (সূরা আত্ব-তুর ৫২:৪৯)
১১। রাসূল
(সাঃ) নিজের খেয়াল মত কিছুই বলেন না
وَمَا یَنۡطِقُ عَنِ
الۡہَوٰی ؕ اِنۡ ہُوَ اِلَّا وَحۡیٌ یُّوۡحٰی ۙ
কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়। এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। (সূরা আন-নাজম ৫৩:৩-৪)
১২। মিরাজে
আল্লাহর নিকটে ছিলেন রাসূল (সাঃ)
فَکَانَ قَابَ قَوۡسَیۡنِ
اَوۡ اَدۡنٰی ۚ
তখন দুই ধনুকের ব্যবধান
ছিল অথবা আরও কম। (সূরা আন-নাজম ৫৩:৯)
১৩। অবিশ্বাসীরা
ফেরেশতাদেরকে নারীবাচক নাম দেয়
اِنَّ الَّذِیۡنَ لَا
یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ لَیُسَمُّوۡنَ الۡمَلٰٓئِکَۃَ تَسۡمِیَۃَ الۡاُنۡثٰی
যারা পরকালে বিশ্বাস
করে না,
তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে। (সূরা আন-নাজম ৫৩:২৭)
১৪। ধারনা
থেকে সিদ্ধান্ত নেয়া অনুচিত
وَمَا لَہُمۡ بِہٖ مِنۡ
عِلۡمٍ ؕ اِنۡ یَّتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ ۚ وَاِنَّ الظَّنَّ لَا یُغۡنِیۡ
مِنَ الۡحَقِّ شَیۡئًا ۚ
অথচ এ বিষয়ে তাদের
কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ
নয়। (সূরা আন-নাজম ৫৩:২৮)
১৫। একজন
আরেকজনের গুনাহ বহন করবে না
اَلَّا تَزِرُ وَازِرَۃٌ
وِّزۡرَ اُخۡرٰی ۙ
কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না। (সূরা আন-নাজম ৫৩:৩৮)
১৬। চেষ্টা
করলে পাওয়া যায়
وَاَنۡ لَّیۡسَ لِلۡاِنۡسَانِ
اِلَّا مَا سَعٰی ۙ
এবং মানুষ তাই পায়, যা সে করে, (সূরা আন-নাজম ৫৩:৩৯)
১৭।
সব কিছুই নারী পুরুষ সৃষ্টি করা হয়েছে
وَاَنَّہٗ خَلَقَ
الزَّوۡجَیۡنِ الذَّکَرَ وَالۡاُنۡثٰی ۙ
এবং তিনিই সৃষ্টি
করেন যুগল-পুরুষ ও নারী। (সূরা আন-নাজম ৫৩:৪৫)
১৮। কুরআন
কে সহজ করা হয়েছে
وَلَقَدۡ یَسَّرۡنَا
الۡقُرۡاٰنَ لِلذِّکۡرِ فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ
আমি কোরআনকে সহজ
করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে
কি?
(সূরা আল ক্বমার ৫৪:১৭)
১৯। ওজনে
কম দেয়া যাবেনা
وَاَقِیۡمُوا الۡوَزۡنَ
بِالۡقِسۡطِ وَلَا تُخۡسِرُوا الۡمِیۡزَانَ
তোমরা ন্যায্য ওজন
কায়েম কর এবং ওজনে কম দিয়ো না। (সূরা আর রহমান ৫৫:৯)
২০। সব
কিছুই ধ্বংসশীল
کُلُّ مَنۡ عَلَیۡہَا
فَانٍ ۚۖ
ভূপৃষ্টের সবকিছুই
ধ্বংসশীল। (সূরা
আর রহমান ৫৫:২৬)
২১। জান্নাতের
সম্ভাষণ হবে সালাম
اِلَّا قِیۡلًا سَلٰمًا سَلٰمًا
কিন্তু শুনবে সালাম
আর সালাম। (সূরা
আল ওয়াক্বিয়াহ ৫৬:২৬)
২২।
জাহান্নামীদের পান করতে দেয়া হবে উত্তপ্ত পানি
فَشٰرِبُوۡنَ عَلَیۡہِ مِنَ
الۡحَمِیۡمِ ۚ
অতঃপর তার উপর পান
করবে উত্তপ্ত পানি। (সূরা আল ওয়াক্বিয়াহ ৫৬:৫৪)
২৩।
অপবিত্র অবস্থায় কুরআন স্পর্শ না করার নির্দেশ
لَّا یَمَسُّہٗۤ اِلَّا
الۡمُطَہَّرُوۡنَ ؕ
যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। (সূরা আল ওয়াক্বিয়াহ
৫৬:৭৯)
২৪।
করজে হাসানার বিষয়ে প্রেষণা দান
مَنۡ ذَا الَّذِیۡ یُقۡرِضُ
اللّٰہَ قَرۡضًا حَسَنًا فَیُضٰعِفَہٗ لَہٗ وَلَہٗۤ اَجۡرٌ کَرِیۡمٌ ۚ
কে সেই ব্যক্তি, যে আল্লাহকে উত্তম ধার দিবে, এরপর তিনি তার জন্যে তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্যে রয়েছে সম্মানিত পুরস্কার। (সূরা আল হাদিদ ৫৭:১১)
পিডিএফ ডাউনলোড লিংক
পরবর্তী সকল আপডেট পেতে এখানে ক্লিক করে আমাদের Facebook পেজে ফলো করুন।
WhatsApp গ্রুপ
লিংক