বিকাশ একাউন্টের সুদ |
আপনি কি জানেন? আপনার বিকাশ একাউন্টের লেনদেন এর উপর বিকাশের পক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে সুদ দেয়া হয়। আপনি যদি বিকাশের লেনদেনের উপর আপনার একাউন্টে সুদ আসা বন্ধ করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
বিকাশ একাউন্টের সুদ বন্ধ করার পদ্ধতি
১। আপনার বিকাশ একাউন্ট নম্বর থেকে 16247 এ কল করুন।
২। ভাষা নির্বাচন করুন (বাংলার জন্যে ১ চাপুন )।
৩। জমানো টাকার উপর ইন্টারেস্ট এবং অন্যান্য তথ্যের জন্য ৫ চাপুন।
৪। ইন্টারেস্ট সংক্রান্ত তথ্যের জন্যে ১ চাপুন। ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে ১ চাপুন। অর্থাৎ, কল রিসিভ হবার পর 1511 চাপলেই আপনার বিকাশ একাউন্টে ইন্টারেস্ট গ্রহণ সার্ভিসটি বন্ধ হয়ে যাবে ইংশাআল্লাহ।
আপনার অনুরোধটি গৃহীত হলে আপনাকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া
হবে।
বিঃদ্রঃ অবশ্যই মোবাইলে কিছু টাকা (৪-৫ টাকার মতো ) রাখবেন ।
★ যাদের মোবাইলে ইতোমধ্যে অনিচ্ছাসত্ত্বে ইন্টারেস্ট/সুদ এর টাকা
চলে এসেছে তারা উক্ত টাকা সাওয়াবের নিয়ত ছাড়া দান করে দিন এবং এখনই সার্ভিসটি বন্ধ
করে ফেলুন।