বাংলা-হিজরি-ইংরেজি তারিখ উইজেট: Blogger ও ওয়েবসাইটে সহজভাবে যুক্ত করুন
বাংলা-হিজরি-ইংরেজি তারিখ উইজেট: আপনার সাইটে যুক্ত করুন
আপনার ব্লগ বা ওয়েবসাইটে সহজেই **বাংলা, হিজরি ও ইংরেজি তারিখ** দেখানোর জন্য এই ফ্রি উইজেট ব্যবহার করুন। এটি Blogger বা যেকোনো HTML সাইটে Add a Gadget/Script হিসেবে ব্যবহার করা যাবে।
🔹 লাইভ উইজেট প্রিভিউ
🛠️ কিভাবে যুক্ত করবেন
- Blogger: Dashboard → Layout → Add a Gadget → HTML/JavaScript → কোড বসান → Save।
- HTML সাইট: যেখানে উইজেট দেখাতে চান সেখানে নিচের কোড বসান।
🔹 কোড প্রিভিউ
Box style (স্কয়ার)
<div id="date-widget"></div>
<script src="https://abubokarbd.github.io/tools/bangla-hijri-eng-date-widget.html"></script>
💡 টিপস
- CSS দিয়ে ব্যাকগ্রাউন্ড, ফন্ট এবং বর্ডার পরিবর্তন করে কাস্টমাইজ করুন।
- Blogger-এ Add a Gadget ব্যবহার করলে শুধু সেই অংশে উইজেট দেখাবে।
- থিমের HTML-এ বসালে সাইটের সব পেজে ব্যবহার করা যাবে।