কাতারে সরকারিভাবে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ চলছে। Imam-muezzin is officially being appointed in Qatar.

কাতারে সরকারিভাবে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ চলছে
কাতারে সরকারিভাবে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ চলছে

🔹পরিক্ষার জন্য নির্ধারিত কিতাব

 ১. ইমাম ও মুয়াজ্জিনের জন্য সম্পূর্ণ কোরআন৷

২. ফিকহ

 (منار السبيل في شرح الدليل للضويان) من باب الطهارة الى نهاية باب الحج للإمام )

পবিত্রতার অধ্যায় থেকে হজ্ব অধ্যায়ের শেষ পর্যন্ত ইমামের জন্য এবং মুয়াজ্জিনের জন্য কিতাবুত তাহারাত থেকে জানাজা অধ্যায়ের শেষ পর্যন্ত।

৩. আকাইদ- أعلام السنةالمنشورة কিতাব সম্পূর্ণ।

🔹পরীক্ষা ও নিয়োগ আবেদন

পরীক্ষা দুই পর্বে হবে, লিখিত ও মৌখিক।

১. লিখিত পরিক্ষার এক সপ্তাহ পরে মৌখিক পরীক্ষা হবে।

২. মৌখিক পরিক্ষায় পবিত্র কোরআন থেকে মোট ৫ টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের উওর এক পৃষ্ঠা করে শোনা হবে পাশাপাশি ফিক্বাহ ও আক্বাইদুল ইসলামিয়া থেকে ও কিছু প্রশ্ন থাকবে।

৩. পরিক্ষায় অকৃতকার্য হলে ৬ মাস পর আরো একবার সুযোগ দেওয়া হবে। (তবে এখন একাধিকবার সুযোগ দিচ্ছে)

🔹ইমাম-মুয়াজ্জিনদের সুযোগ-সুবিধা

১. বেতন: মুয়াজ্জিনদের জন্য 1043$ = ৩ হাজার ৮০০ কাতারি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৮৯ হাজার ৩০০ টাকা)।

২. আবাসন (তিনটি কক্ষ : হল, তিনটি বাথরুম, রান্নাঘর)।

৩. পানি ও বিদ্যুৎ বিলের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট পরিমাণে দেওয়া হবে।

৪.ফ্যামিলি ভিসার ক্ষেত্রে স্ত্রী ও ২ সন্তানের (১৮'র নিচে বয়স হলে) ইক্বামার খরচ সরকার বহন করবে। দুই সন্তানের বেশি-১৮ এর উপরে বয়স হলে মাথাপিছু ৫০০ রিয়াল করে ইক্বামা বাবত পরিশোধ করতে হবে।

৫. কাজে যোগদান করার তিন মাস পর ঋণের জন্য আবেদন করার সুযোগ থাকবে, যার পরিমাণ হবে মূল বেতনের ৫ গুণ। এটা পরিশোধ করা যাবে চার বছরে। প্রতি মাসে ৫০০ বা ১০০০ রিয়াল করে বেতন থেকে কেটে নেওয়া হবে। কোন লাভ নেওয়া হবে না (তবে আপাতত বন্ধ আছে)।

৫. খুতবা পরীক্ষায় উত্তীর্ণ হলে বেতন ১০০০ এবং তাহফিজ পরীক্ষায় উত্তীর্ণ হলে ১৫০০ রিয়াল করে বেতন বৃদ্ধি করা হবে।

৬. বেতন সহ বার্ষিক ৪০ দিনের ছুটির টাকা ও দেওয়া হবে।

৭. এককালীন ১০ বছরের পেনশন থাকবে।

৮. সরকারি স্কুলে বাচ্চাদের পড়ানো ফ্রি, উল্লেখ্য যে, ধীরে ধীরে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।

আবেদন করতে এখানে দেওয়া লিংকে প্রবেশ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।

উল্লেখ্য: বাংলাদেশীরা শুধুমাত্র মুয়াজ্জিন পদে আবেদন করতে পারবে। ইমাম হওয়ার জন্য কাতারি অথবা আরবী হওয়া বাধ্যতামূলক।

islam.gov.qa

.

job at Qatar, job for bangladeshit at Qatar, Bangladeshi imam at Qatar, وظيفة بنغلاديشيت في قطر, وظيفة في قطر, وظيفة إمام في قطر ،, কাতারে বাংলাদেশি ইমাম নিয়োগ, বাংলাদেশি ইমাম নিয়োগ, বিদেশে বাংলাদেশি ইমাম, কাতারে বাংলাদেশি মুয়াজ্জিন, 

.