বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদ্রাসা ছাত্রের সাফল্য |
ঢাকা বিশ্ববিদ্যালয়
(ঢাবি) ‘খ’
ইউনিটে প্রথম মাদ্রাসা শিক্ষার্থী জাকারিয়া
মো. জাকারিয়া |
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাসের হার ১৬.৮৯ শতাংশ। পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাকারিয়া। তার স্কোর ১২০ এর মধ্যে ১০০ দশমিক ৫। জাকারিয়া মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮০ দশমিক ৫০ পেয়েছেন।
ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মো. জাকারিয়া রাজধানীর ডেমরার
দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম দিয়ে ভর্তি পরীক্ষা দেন। জাকারিয়ার
বাবা গাজীপুরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। মা মাদরাসার শিক্ষক। জাকারিয়া সংবাদমাধ্যমকে
বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে প্রথম হওয়ার পেছনে
তার মায়ের অবদানই বেশি। মায়ের কারণেই তিনি এত দূর আসতে পেরেছেন।
বাংলাদেশ টেক্সটাইল
বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এ প্রথম সাদ ইবনে আহমাদ
সাদ ইবনে আহমাদ |
শুক্রবার ভর্তি পরীক্ষার সংশোধিত এই ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা
হয়। এতে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১৬ জন। সংশোধিত ফলাফলে প্রথম হওয়ায় সাদ তার
ফেসবুকে বলেন, আলহামদুলিল্লাহ্। বুটেক্সের রেজাল্ট স্থগিতের
পরে অনেকেই সান্ত্বনা দিয়েছিলেন। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। কিন্তু
আমি নিরাশ হইনি। জানি মালিক আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। সেটা আমি এখন বুঝি।
আল্লাহর রহমতে সংশোধিত রেজাল্টে বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি। গতকাল
প্রকাশিত ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৬তম হয়েছি। যারা সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা
করেছেন ও দোয়া করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা।
৭ কলেজের
ভর্তি পরীক্ষায় প্রথম মাদ্রাসা ছাত্র নাজমুল
নাজমুল ইসলাম |
গুচ্ছের
‘বি’ ইউনিটে
প্রথম মাদ্রাসা শিক্ষার্থী সাফওয়ান
রাফিদ হাসান সাফওয়ান
২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিশ্ববিদ্যালয়ের
সমন্বিত ভর্তি পরীক্ষায় 'বি' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত
এই ফলে প্রথম হয়েছেন রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী
রাফিদ হাসান সাফওয়ান। ভর্তি পরীক্ষায় তার নম্বর ৯৩ দশমিক ৭৫। রাফিদ হাসান সাফওয়ান নোয়াখালীর
চাটখিল উপজেলার চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের মাওলানা রাকিব উদ্দিনের ছেলে। রাফিদ হাসান
সাফওয়ান ২০১৯ সালে রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে দাখিল
এবং একই মাদরাসা থেকে ২০২১ সালে আলিম পাস করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে সাফওয়ান বড়।
বাবা নোয়াখালীর চাটখিল উপজেলার হীরাপুর আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা রাকিব উদ্দিন
ও মা হোমিও ডাক্তার কামরুন নাহার। বি ইউনিটে সেরা হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে রাফিদ
হাসান সাফওয়ান ঢাকা পোস্টকে বলেন, আমার এ
সাফল্য আল্লাহর রহমতে হয়েছে। আমি অনেক পরিশ্রম করেছি। আমার সাফল্যে মা-বাবার দোয়া এবং
আত্মীয় স্বজন, শিক্ষকসহ
অনেকের প্রেরণা ও অবদান রয়েছে।