গুগল সার্চের কিছু স্মার্ট টেকনিক | Some smart techniques of Google search

Some smart techniques of Google search  গুগল সার্চের কিছু স্মার্ট টেকনিক
গুগল সার্চের কিছু স্মার্ট টেকনিক

সারা বিশ্বে নানা কারনে লক্ষ লক্ষ মানুষ গুগল ব্যবহার করে। শিক্ষার্থীরা শিক্ষার কাজে ব্যবহার করে, ব্যবসায়ীরা ব্যবসার কাজে এবং আরো লক্ষ লক্ষ মানুষ বিনোদনের জন্য এটি ব্যবহার করে। কিন্তু গুগলের যে নানা রকম সার্চ টেকনিক রয়েছে সেটা অনেকেরই অজানা। তাইতো সার্চ করতে গিয়ে কাক্ষিত তথ্যটি পেতে অনেকেই হিমসিম খায়। গুগলকে আরো স্মার্ট ভাবে ব্যবহার করার জন্য আমি আজ আলোচনা করবো ২০ টি স্মার্ট পদ্ধতি। যেগুলো ফলো করে আপনি অতি দ্রুত স্মার্টলি আপনার প্রয়োজনীয় তথ্য গুগল থেকে পেতে পারেন।

১। ট্যাব ব্যবহার করুন

গুগলে কোন কিছু তালাশ করার ক্ষেত্রে ট্যাব ব্যবহার করতে পারেন। ট্যাব হল Search Box এর নিচে দেখুন Image, News, Videos, ইত্যাদি লিখা আছে। অর্থাৎ আপনি যদি গুগলে কোন পিকচার তালাশ করেন তবে Search Box এ সেই শব্দটা লিখে নিচে Image এ ক্লিক করুন। আবার আপনি যদি ভিডিও তালাশ করেন তবে Search Box এ শব্দটা লিখে নিচে Video তে ক্লিক করুন। এভাবে সহজেই আপনার কাঙ্ক্ষিত তথ্য গুগল থেকে খুঁজে পেতে পারেন।

২। একটি নির্দিষ্ট ফাইল ফরমেট খুঁজুন

আপনি গুগলে একটি বই এর পিডিএফ কপি তালাশ করছেন। কিছু বই সম্পর্কে অনেক তথ্য আসলেও কোথাও আপনি বইটির পিডিএফ কপি পাচ্ছেন না। তাহলে আপনি এভাবে তালাশ করুন

Quran filetype:pdf

মাইক্রোসফট ওয়ার্ড ফাইল পেতে লিখুন Quran filetype:doc or docx

পাওয়ারপয়েন্ট ফাইলের জন্য লিখুন Quran filetype:ppt or pptx

অডিও ফাইল পেতে লিখুন Quran filetype:mp3

ভিডিও পেতে লিখুন Quran filetype:mp4

৩। ইমেজ সার্চের ম্যাজিক

ফেসবুকে দেখলেন আপনার নেতার ছবির সাথে অন্য একজন মেয়ের ছবি যোগ করে কেউ গুজব ছড়াচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে শিউর যে এই ছবি মিথ্যা। মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে আপনি গুগল থেকে জেনে নিতে পারেন ছবিটা আসল না এডিট করা? ভিজিট করুন গুগলের ইমেজ লিংক

www.images.google.com এখানে সার্চ বক্সের পাশে ক্যামেরা আইকন এ ক্লিক করে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ছবিটা এখানে আপলোড করে দিন। বাকি কাজ গুগলের। দেখুন এই এডিট করা ছবিটার আসল ছবিটা কত বছর আগে গুগলে আপলোড করা হয়েছে। অথবা যার সাথে এডিট করা হয়েছে তার ছবিও গুগলে দেখা যাচ্ছে।

৪। গুগলের সাহায্য নিয়ে গণিতের কাজ ও সেরে নিন।

আপনি একটি কুইজে অংশগ্রহণ করলেন। সেখানে একটা প্রশ্ন আছে এমন 4*7+6% এখন আপনার মনে পড়ছেনা অংকটা কোথায় থেকে শুরু করবেন। ব্যাপার না। সেই চিন্তা গুগল মামার। আপনি গুগলকে জিজ্ঞেস করুন। দেখুন মাইক্রো সেকেন্ড/ ন্যানো সেকেন্ড ব্যবহার করে গুগল মামা আপনাকে এই অংকের ফলাফল দিয়ে দিচ্ছে। শুধু গুগলে লিখুন 4*7+6%

৫। নিকটতম কোন স্থান খুঁজে বের করা

আপনি নতুন একটি যায়গায় গিয়ে কফি খাওয়ার ইচ্ছা হল। অথবা আপনার পকেট খালি। ATM Booth তালাশ করতে কাউকে জিজ্ঞেস না করে গুগলকে জিজ্ঞেস করুন। গুগলে লিখুন

কফি শফ Nearby

Or

ATM Booth Nearby

৬। টাকা এবং ইউনিট রূপান্তর

আপনার কাছে কিছু ইউএস ডলার আছে বা কুয়েতের টাকা আছে। এখন কাউকে জিজ্ঞেস না করে গুগলকে জিজ্ঞেস করুন টাকার আন্তর্জাতিক মান অনুযায়ী আপনি এখন কত টাকার মালিক?

100 USD to BDT

50 mile to km লিখে গুগলকে জিজ্ঞেস করুন সে বলে দিবে ৫০ মাইল সমান কত কিলোমিটার?

5 kg to liter লিখে গুগলকে জিজ্ঞেস করুন সে বলে দিবে ৫ কেজিতে কত লিটার হবে?

৭। কোটেশন মার্কব্যবহার করুন

আমরা যখন একটি নির্দিষ্ট বিষয় গুগলে সার্চ করি তখন Google সেই বিষয়ের সাথে বানান মিল রেখে আরো অনেক গুলো বিষয় আমাদেরকে দেখায়। তাই আপনি Google Search করার ক্ষেত্রে যখন কোটেশন মার্ক ব্যবহার করবেন তখন আপনার কাঙ্ক্ষিত তথ্যটি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যেমন "bd railway ticket" লিখে তালাশ করলে সঠিক তথ্যটি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।  

৮। শব্দ বাদ দিতে (হাইফেন) ব্যবহার করুন

ধরুন আপনি University লিখে Google Search করলেন কিন্তু আপনি চাচ্ছেন Dhaka University বিষয়ে কোন তথ্য না আসুক। গুগল সার্চ বক্সে লিখুন

University –Dhaka University

তাহলে গুগল চেষ্টা করবে আপনার সামনে যত তথ্য হাজির করবে সেখানে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন তথ্য না থাকে।

৯। একটি নির্দিষ্ট Web site থেকে তথ্য পেতে কোলন ব্যবহার করুন।

আপনি গুগলে তালাশ করবেন তাওহীদ সম্পর্কে। আর সে তথ্যটি যেন শুধুমাত্র abubokar.blogspot.com সাইট থেকেই আসে। আপনার রেজাল্ট যেন অন্য কোন ওয়েবসাইট থেকে না আসে। তাহলে গুগলে লিখুন

খুতবা:abubokar.blogspot.com

আল কাউসারের ওয়েবসাইটে তাওহীদ সম্পর্কে কোন তথ্য থাকলে গুগল চেষ্টা করবে শুধুমাত্র এই ওয়েবসাইটের তথ্যগুলোই নিয়ে আসতে। অথবা অনেক গুলো রেজাল্টের মধ্যে এই ওয়েবসাইটের রেজাল্টকে সবার উপরে দেখাবে।

১০। তারকাচিহ্ন * ওয়াইল্ডকার্ড ব্যবহার করুন

আপনি একটা সঙ্গীতের লাইন খোঁজ করতে চাচ্ছেন। কিন্তু সেই লাইনের মাঝে কিছু শব্দ আপনার মনে আসছেনা। তখন আপনি গুগলের এই সার্চ পদ্ধতি প্রয়োগ করতে পারেন। মালিক তুমি জান্নাতে তোমার এই লাইনটি খুঁজে পেতে লিখুন

মালিক*জান্নাতে*পাশে

এখানে তুমি, তোমার এই দুইটি শব্দ বাদ পড়েছে। গুগল সেই শব্দগুলো বসিয়ে আপনাকে রেজাল্ট শো করবে।

১১। একই রকম আরেকটি ওয়েবসাইট খুঁজে পেতে

আপনি নিয়মিত microworkers.com নামে একটি সাইটে কাজ করেন। আপনার মনে হচ্ছে দেখি ইন্টারনেটে একই কাজের বা একই রকম ওয়েব সাইট আর কি কি আছে? তাহলে এপনি এই পদ্ধতি ব্যবহার করে microworkers এর similar ওয়েব সাইট খুঁজে পেতে পারেন।

related:microworkers.com

১২। একসাথে একাধিক শব্দ বা বাক্য তালাশ করুন গুগল কে

আপনি গুগলে চকলেট তালাশ করছেনআবার মনে মনে ভাবছেন চকলেট সাদা হলে কেমন হয়? ব্যাপার না। দুইটা শব্দ গুগলকে এক সাথে জিজ্ঞেস করুন। মনে রাখবেন দুইটা শব্দ বা বাক্য একটা তালাশ করলে মাঝে ইংরেজিতে লিখবেন OR . যেমন

দুইটি বাক্যের ক্ষেত্রেঃ "চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সর্বোত্তম উপায়" OR "কীভাবে একটি চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া যায়"

দুইটি শব্দের ক্ষেত্রেঃ চকলেট OR সাদা চকোলেট

১৩। ধীরে ধীরে অনুসন্ধান পদ যোগ করুন

গুগল নিজেই পরামর্শ দেয়, সেরা পদ্ধতি হল সহজ কিছু দিয়ে শুরু করা তারপর ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠুন। নীচের উদাহরণ দেখুন:

প্রথম চেষ্টা: চাকরির ইন্টারভিউ

দ্বিতীয় চেষ্টা: চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন

তৃতীয় চেষ্টা: চাকরির ইন্টারভিউয়ের জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া যায়

এভাবে যখন আপনি গুগল সার্চ করবেন তখন আপনার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পেতে সহজ হবে। মনে রাখবেন ধীরেধীরে লাইন বড় করুন। প্রথমে সহজে লিখার চেষ্টা করুন।

গুগল সার্চ করার ক্ষেত্রে সহজ এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো ব্যবহার করুন।

গুগলে অনেক বড় লাইন না লিখে সেই লাইনের মেইন শব্দগুলো লিখুন। যেমন,

লিখবেন নাঃ আমি কোথায় একটি কফি হাউজ পাবো?

লিখুনঃ কফিহাউজ nearby / Coffee house nearby

১৪। গুগল সার্চের কিছু শর্টকাট আছে, সেগুলো ব্যবহার করুন

ক। Weather *zip code* এখানে আপনি জিপকোড এর যায়গায় যে যায়গার জীপকোড লিখবেন গুগল সে যায়গার বর্তমান আবহাওয়ার অবস্থা আপনাকে বলবে। আপনি চাইলে Zip code না লিখে সে যায়গার নাম ও লিখতে পারেন। তাহলে সে স্থান বা শহরের আবহাওয়ার বর্তমান অবস্থা গুগল আপনাকে দেখাবে।

খ। আপনি একটি নির্দিষ্ট শব্দের অর্থ, কাকে বলে? শাব্দিক বা পারিভাষিক অর্থ, সমার্থবোধক শব্দ, ইত্যাদি জানতে চান? গুগলে লিখুন

Define: Quran

গ। একটি নির্দিষ্ট স্থানের সময় জানতে চান? গুগলে লিখুন

Time *Makkah*

১৫। গুগল সার্চে বানান ভুল কোন বিষয়ই না

গুগলের কাছে কিছু লিখতে গিয়ে আপনি যদি বানাম বুল sorry বানান ভুল লিখেন। তাহলে আপনার ভুল টা কে গুগল শুদ্ধ করেই আপনার জন্য বিশাল রেজাল্ট নিয়ে আসবে। অস্পষ্ট শব্দ অনুসন্ধান করার সময় এটি আপনাকে সহায়তা করবে। ইংরেজিতে ক্যাপিটালাইজেশন এবং ব্যাকরণের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি "Nver Gna Gve Yo Up" সার্চ করেন তাহলে Google স্বয়ংক্রিয়ভাবে ধরে নেবে যে আপনি "Never Gna Gve Yo Up" অনুসন্ধান করতে চান৷ যদি ঘটনাক্রমে আপনার ভুল বানান ইচ্ছাকৃত হয়, তবে Google আপনাকে ভুল বানানটি শুদ্ধ করে দিবে Never Gonna Give You Up.

শেষ কথাঃ গুগল সার্চ একটি খুব শক্তিশালী সার্চ টুল। উপরে বর্ণিত টিপসগুলি ব্যবহার করে, আপনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আপনার প্রয়োজন হতে পারে এমন যেকোনো কিছু এবং সবকিছু খুঁজে পেতে পারেন।

মুহাঃ আবুবকর ছিদ্দিক

.

Smart Google Search Tricks That Will Make Life Easier, google search techniques, google advanced search, google search operators, গুগল সার্চের নিয়ম, সার্চ করার নিয়ম, গুগল কিভাবে সার্চ করব, ছবি দিয়ে কিভাবে সার্চ করব,

.