কুরআনিক দোয়া (সুরা আল ইমরান, সুরা নিসা, সুরা আল মায়িদাহ, সুরা আনআম, সুরা আরাফ)

  

কুরআনিক দু’আ
কুরআনিক দু

নেককার সন্তানের জন্য হযরত যাকারিয়া (আঃ) এর দোয়াঃ

ہُنَالِکَ دَعَا زَکَرِیَّا رَبَّہٗ ۚ قَالَ رَبِّ ہَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّکَ سَمِیۡعُ الدُّعَآءِ

সেখানেই যাকারিয়া তাঁর পালনকর্তার নিকট প্রার্থনা করলেন। বললেনহেআমার পালনকর্তা! তোমার নিকট থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান কর-নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।  (আল ইমরান  3:38)

 হেদায়েত পাওয়ার দোয়াঃ

رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنۡزَلۡتَ وَاتَّبَعۡنَا الرَّسُوۡلَ فَاکۡتُبۡنَا مَعَ الشّٰہِدِیۡنَ

হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাযিল করেছআমরা রসূলের অনুগত হয়েছি। অতএবআমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও।  (আল ইমরান – 2:53)

গুনাহ মাপের এবং আল্লাহর সাহায্য পাওয়ার দোয়াঃ

وَمَا کَانَ قَوۡلَہُمۡ اِلَّاۤ اَنۡ قَالُوۡا رَبَّنَا اغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَاِسۡرَافَنَا فِیۡۤ اَمۡرِنَا وَثَبِّتۡ اَقۡدَامَنَا وَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ

তারা আর কিছুই বলেনি-শুধু বলেছেহে আমাদের পালনকর্তা! মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে। আর আমাদিগকে দৃঢ় রাখ এবং কাফেরদের উপর আমাদিগকে সাহায্য কর।  (আল ইমরান – 2:147)

জালিম অধিবাসীদের থেকে নিষ্কৃতি পাওয়ার দোয়াঃ

رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ ہٰذِہِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَہۡلُہَا ۚ  وَاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ  وَّاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا ؕ

 হে আমাদের পালনকর্তা! আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করএখানকার অধিবাসীরা যেঅত্যাচারী! আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও।  (আন নিসা -4:75)

হেদায়েত পাওয়ার দোয়াঃ

 رَبَّنَاۤ اٰمَنَّا فَاکۡتُبۡنَا مَعَ الشّٰہِدِیۡنَ

হে আমাদের প্রতি পালকআমরা মুসলমান হয়ে গেলাম। অতএবআমাদেরকেও মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন।  (আল মায়িদাহ - 5:83)

উত্তম রিজিকের জন্য দোয়াঃ

وَارۡزُقۡنَا وَاَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ

আপনি আমাদের রুযী দিন। আপনিই শ্রেষ্ট রুযীদাতা।  (আল মায়িদাহ - 5:114)

শাস্তি মাপ চাওয়ার দোয়াঃ

اِنۡ تُعَذِّبۡہُمۡ فَاِنَّہُمۡ عِبَادُکَ ۚ وَاِنۡ تَغۡفِرۡ لَہُمۡ فَاِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ

যদি আপনি তাদেরকে শাস্তি দেনতবে তারা আপনার দাস এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেনতবে আপনিই পরাক্রান্তমহাবিজ্ঞ।  (আল মায়িদাহ - 5:118)

আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করাঃ

 اِنَّ صَلَاتِیۡ وَنُسُکِیۡ وَمَحۡیَایَ وَمَمَاتِیۡ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ۙ

আমার নামাযআমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।  (আল আনআম - 6:162)

আল্লাহর অনুগ্রহ কামনা করাঃ

 رَبَّنَا ظَلَمۡنَاۤ اَنۡفُسَنَا ٜ وَاِنۡ لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَتَرۡحَمۡنَا لَنَکُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِیۡنَ

হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেনতবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব।  (আল আরাফ - 7:23)

জালিম সম্প্রদায় থেকে মুক্তি কামনার দোয়াঃ

 قَالُوۡا رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ 

 হে আমাদের প্রতিপালকআমাদেরকে এ জালেমদের সাথী করো না।  (আল আরাফ - 7:47)

ধৈর্য্যে ধারণ করার শক্তি চাওয়া এবং মুসলমান হিসেবে মৃত্যুর দোয়াঃ

 رَبَّنَاۤ اَفۡرِغۡ عَلَیۡنَا صَبۡرًا وَّتَوَفَّنَا مُسۡلِمِیۡنَ 

হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান কর।  (আল আরাফ - 7:126)

নিজের জন্য এবং আপনা ভাইয়ের জন্য দোয়াঃ

 رَبِّ اغۡفِرۡ لِیۡ وَلِاَخِیۡ وَاَدۡخِلۡنَا فِیۡ رَحۡمَتِکَ ۫ۖ  وَاَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ 

হে আমার পরওয়ারদেগারক্ষমা কর আমাকে আর আমার ভাইকে এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভুক্ত কর। তুমি যে সর্বাধিক করুণাময়।  (আল আরাফ - 7:151)

ক্ষমা পাওয়ার দোয়াঃ

 اَنۡتَ وَلِیُّنَا فَاغۡفِرۡ لَنَا وَارۡحَمۡنَا وَاَنۡتَ خَیۡرُ الۡغٰفِرِیۡنَ

তুমি যে আমাদের রক্ষক-সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুনা কর। তাছাড়া তুমিই তো সর্বাধিক ক্ষমাকারী।  (আল আরাফ - 7:155)

 

 পিডিএফ ডাউনলোড করতে 

এখানে ক্লিক করুন।