নিরাপত্তার চাদরঃ আয়াতুল কুরসী

নিরাপত্তার চাদরঃ আয়াতুল কুরসী

আয়াতুল কুরসি
আয়াতুল কুরসি 

মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র এ গ্রন্থের ভাঁজে ভাঁজে রয়েছে মানব কল্যাণের অনন্য সব উপায়-উপকরণ। প্রতিটি আয়াত মুমিনের হৃদয়ে জাগায় স্রষ্টা প্রেম, বাজে পূত প্রেমের ব্যঞ্জনা। আয়াতুল কুরসি তেমনই একটি। 

পবিত্র এ আয়াতটি পরকালীন সফলতার বাতিঘর। হজরত উমামা (রা.) থেকে বর্ণিত নবী করিম (সা.) বলেন, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠকারী মৃত্যুর সঙ্গে সঙ্গে পাবে জান্নাত- (সুনানে নাসায়ি : ৯৯১৮)।

হাদিসের আলোকে পেট খারাপের চিকিৎসা

শুয়ে আছেন। হঠাৎ করে পেটের মাঝে চিনচিন ব্যাথা অনুভত হচ্ছে। ব্যাথার পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ক্রমশ বেড়েই চলেছে। তখন বুঝতে পারলেন পেট খারাপ হয়েছে। এবার বারবার বাথরুমে দৌড়াতে হবে। কিন্তু আপনার তো ডিউটিতে যেতে হবে।এখন আপনি কী করবেন? কী আর করবেন! ডাক্তারের কাছে দৌড়াবেন। এ ছাড়া তো আর কোন উপায় নেই। কেননা আমাদের মাথায় এক ধরনের কিট ধরেছে। আর তা হলোকিছু হলেই ডাক্তারের কাছে যেতে হবে; নয়তো এটা থেকে পরিত্রান পাওয়ার কোন উপায় নেই।

পেট খারাপ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা প্রত্যেকেই পেট খারাপের সম্মুখিন হয়ে থাকি। প্রায়ই আমাদের পরিবারের কারো না কারো পেট খারাপ হতে দেখা যায়। তখন আমরা ডাক্তারের কাছেই দৌড়াই। আর মনে মনে এটা ভাবি এছাড়া তো আর কোন উপায় নেই! আসলেই কি নেই? নাকি আছে? আসুন জেনে নিই....... এ ব্যাপারে হাদিস এর দিক নির্দেশনা কী!

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট একজন লোক এসে বলল, আমার ভাইয়ের পাতলা পায়খানা (উদরাময়) হচ্ছে। তিনি বললেনঃ তাকে মধু পান করাও। সে তাকে মধু পান করায়, তারপর এসে বলে, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) , আমি তাকে মধু পান করিয়েছি। কিন্তু তাতে দাস্ত আরো বৃদ্ধি পেয়েছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তাকে মধু পান করাও। বর্ণনাকারী বলেন, সে তাকে মধু পান করানোর পর এসে বলে, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) , আমি তাকে তা পান করিয়েছি। কিন্তু এর ফলে তাঁর দাস্ত আরো বৃদ্ধি পেয়েছে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আল্লাহ তাআলা সত্য বলেছেন (মধুতে নিরাময় আছে), কিন্তু তোমার ভাইয়ের পেটই মিথ্যা বলছে। আবার তাকে মধু পান করাও। অতএব, লোকটি তাকে মধু পান করায় এবং সে সুস্থ হয়ে উঠে। জামে' আত-তিরমিজি, হাদিস নং ২০৮২

অর্থাৎ, এক ব্যক্তি তার ভাইয়ের পেট খারাপের কথা রাসুল (সা:)কে জানালে, তিনি পেট খারাপের ওষুধ হিসেবে মধু সেবন করতে বলেন। সে তখন বলল,'আমি তাকে মধু খাইয়েছি কিন্তু তবুও তা কাজ করেনি।' তখন রাসূল (সা:) আল্লাহ সত্য বলেছেন, মধুর মাঝে নিরাময়ের শক্তি রয়েছে।তোমার ভাইয়ের পেট তা মিথ্যা প্রতিপন্ন করতে চায়। পরবর্তীতে ঠিকই সে সুস্থ হয়ে ওঠে।

এর দ্বারা বুঝা যায়। মধু হচ্ছে পেটের পীড়া দূর করার ঔষধ। তাই আসুনডাক্তারের কাছে না দৌড়ে ঘরে বসেই হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী চিকিৎসা করি।

লেখক~ মাহমুদ বিন নূর

 


 কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি

কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি

কবর জিয়ারত
কবর জিয়ারত
কবর জিয়ারত করা সুন্নত। এটি হৃদয়কে বিগলিত করে। নয়নযুগলকে করে অশ্রুসিক্ত। স্মরণ করিয়ে দেয় মৃত্যু ও আখিরাতের কথা। ফলে এর দ্বারা অন্যায় থেকে তওবা এবং নেকির প্রতি আগ্রহ সৃষ্টি হয়। সৃষ্টি হয় পরকালীন মুক্তির প্রেরণা। 

শুধু এসব উদ্দেশ্যেই শরিয়তে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে। নতুবা ইসলামের সূচনালগ্নে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। রাসুল (সা.) ইরশাদ করেন, আমি তোমাদের এর আগে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো। কেননা তা দুনিয়াবিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৫৭১)

কুরআন ও বিজ্ঞান , জুমুয়ার খুতবা


কুরআন ও বিজ্ঞান
কুরআন ও বিজ্ঞান 
সৃষ্টিতত্ত্ব Cosmology

বিগ ব্যাং থিওরি

اَوَلَمۡ یَرَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ کَانَتَا رَتۡقًا فَفَتَقۡنٰہُمَا ؕ وَجَعَلۡنَا مِنَ الۡمَآءِ کُلَّ شَیۡءٍ حَیٍّ ؕ اَفَلَا یُؤۡمِنُوۡنَ

কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল,অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?(আল আম্বিয়া - 21:30)

স্মার্টফোন হারিয়ে গেলে কি করবেন?

স্মার্ট ফোন হারানো বর্তমানে আমাদের জীবনে একটি সাধারণ ঘটনা। হয়ত ফোনটা চুরি হয়েছে। অথবা সাইলেন্ট করেই এমন যায়গায় রেখে দিয়েছেন আপনি নিজেই খুজে পাচ্ছেন না। এই লিখায় দেখে নিন ফোন হারিয়ে গেলে কি করবেন অথবা সাইলেন্ট করা ফোন খুজে না ফেলে কি করণীয়

স্মার্টফোন হারিয়ে গেলে করণীয়

স্মার্টফোন হারিয়ে গেলে করণীয় 

মাত্র এক মিনিটে যেসব আমল করতে পারেন।

আরব বিশ্বের অন্যতম স্কলার ডঃ মুহাম্মদ বিন ইব্রাহিম আল হামাদ এর প্রণীত "এক মিনিট কে কাজে লাগানোর সর্বোত্তম উপায়" লিখাটি তুলে ধরা হলো এ আমলগুলো করতে পরিশ্রম নেই এবং পবিত্র থাকাও জরুরি নয় যানবাহনে শুয়ে বসে দাঁড়িয়ে আমল গুলো করা যায়

১) সূরা ফাতিহা দ্রুতগতিতে মনে মনে তিন বার পড়তে পারেন।