cmd বা command prompt কি? কিভাবে Open করবেন

cmd (Command prompt) হল একটা কমান্ডলাইন টুলস। এর দ্বারা আপনি এত বেশি কাজ করতে পারবেন যা অনেক ক্ষেত্রে GUI (Graphical User Interface) মুডে করতে পারবেন না।
যাহোক বেশি আলোচনা না করে কিছু কাজ করলেই বুঝতে পারবেন cmd কি?

প্রথমে কম্পিউটার কি বোর্ডের উইন্ডোজ কি  চেপে ধরে R চাপুন। এখানে বক্সে cmd লিখে Enter দিন।
 নিচের বক্স আসলে এখানে date লিখে Enter দিন।
তারিখ চলে আসবে।

hostname লিখে Enter দিন আপনার পিসির নাম চলে আসবে।আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরো লিখবো cmd সম্পর্কে ইনশা আল্লাহ।