|
১৭ হিজরীতে হযরত উমার রাঃ এর খেলাফতকালে ইরাক বিজয় হয়। তখন ইরাকে তিনি নতুন একটা শহর প্রতিষ্ঠা করেন নাম-কুফা। উমার রাঃ কুফা শহরকে মুসলমানদের জন্য রাজধানী বা প্রশাসনিক শহর হিসেবে নির্ধারিত করেন। সেখানকার মুসলমানদের দ্বীনি শিক্ষা-দীক্ষার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ -কে শিক্ষক হিসেবে ইরাকের কুফা নগরীতে প্রেরণ করেন। দীর্ঘ ১৬ বছর কুফা নগরীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ দ্বীনের শিক্ষা দান করেন।