ইসলামের দৃষ্টিতে ধূমপান ও মাদকদ্রব্য |
এই পৃথিবীতে মহান আল্লাহ অগণিত নেয়ামত সৃষ্টি করেছেন। এর মধ্যে বেশিরভাগই মানুষের জন্য হালাল করেছেন। কিছুসংখ্যক হারাম করেছেন কারণ মানুষের জন্য কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর। তবে তিনি তা ভালো জানেন। তিনি বলেন,
وَعَسٰۤی اَنۡ تَکۡرَہُوۡا شَیۡئًا وَّہُوَ خَیۡرٌ لَّکُمۡ ۚ وَعَسٰۤی اَنۡ تُحِبُّوۡا شَیۡئًا وَّہُوَ شَرٌّ لَّکُمۡ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ وَاَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ
পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না। (আল বাকারা - 2:216)