আল কুরআনের তিনটি চ্যালেঞ্জ |
মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হওয়া এবং নির্ভুল হওয়ার
প্রমাণ হিসেবে আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে অনেক যায়গায়ই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
যুগেযুগে অনেক মানুষ সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখিয়েছে। কালের বিবর্তনে তাদের সাথে তাদের সেই কুরআন বিরোধী মতবাদ গুলো হারিয়ে গেছে। কিন্তু আল কুরআন স্বীয় মহিমায় আজো প্রজ্জ্বলিত।
কুরআনের তিনটা চ্যালেঞ্জ নিচে উল্লেখ করা হলঃ
১) কুরআনের মত আরেকটি গ্রন্থ রচনার চ্যালেঞ্জ
قُلۡ لَّئِنِ اجۡتَمَعَتِ الۡاِنۡسُ وَالۡجِنُّ عَلٰۤی اَنۡ یَّاۡتُوۡا بِمِثۡلِ ہٰذَا الۡقُرۡاٰنِ لَا یَاۡتُوۡنَ بِمِثۡلِہٖ وَلَوۡ کَانَ بَعۡضُہُمۡ لِبَعۡضٍ ظَہِیۡرًا
বলুনঃ যদি মানব ও জ্বিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্যে জড়ো হয়, এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়; তবুও তারা কখনও এর অনুরূপ রচনা করে আনতে পারবে না। (সুরা বানী ইসরাইল ১৭:৮৮)
২) দশটি সুরা রচনার চ্যালেঞ্জ
اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰىہُ ؕ قُلۡ فَاۡتُوۡا بِعَشۡرِ سُوَرٍ مِّثۡلِہٖ مُفۡتَرَیٰتٍ وَّادۡعُوۡا مَنِ اسۡتَطَعۡتُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ
তারা কি বলে? কোরআন তুমি তৈরী করেছ? তুমি বল, তবে তোমরাও অনুরূপ দশটি সূরা তৈরী করে নিয়ে আস এবং আল্লাহ ছাড়া যাকে পার ডেকে নাও, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে। (সুরা হুদ ১১:১৩)
৩) একটা সুরা রচনার চ্যালেঞ্জ
وَاِنۡ کُنۡتُمۡ فِیۡ رَیۡبٍ مِّمَّا نَزَّلۡنَا عَلٰی عَبۡدِنَا فَاۡتُوۡا بِسُوۡرَۃٍ مِّنۡ مِّثۡلِہٖ ۪ وَادۡعُوۡا شُہَدَآءَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ
এতদসম্পর্কে যদি তোমাদের কোন সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি
অবতীর্ণ করেছি, তাহলে এর মত একটি সূরা রচনা করে নিয়ে এস। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে
সঙ্গে নাও-এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। (সুরা বাক্বারা ২:২৩)